নতুন কালুরঘাট সেতু যে কোনো কিছুর বিনিময়ে করব

Passenger Voice    |    ১২:৪২ পিএম, ২০২৩-১২-২৮


নতুন কালুরঘাট সেতু যে কোনো কিছুর বিনিময়ে করব

খুলশী, ও আর নিজাম এবং নাসিরাবাদ হাউজিংসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত বোয়ালখালীর নাগরিকদের নেতৃত্বে সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের কেটলি মার্কার সমর্থনে গতকাল বুধবার বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলশী ক্লাবের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেটলী প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুচ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী সিরাজুদ্দৌল্লা, খুলশী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রোটারিয়ান মো. শহীদুল্লাহ্‌, ইঞ্জিনিয়ার মো. শামসুদ্দীন, আনিসুল আলম, জাকির হোসেন, মো. ইব্রাহীম, মো. আরজু খান, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আলী, মো. মনির উদ্দীন, মিজানুর রহমান, ফিরোজ আহমদ, নুরুল আবছার, ছালহ আহমদ, মো. কায়সার চৌধুরী, হক মতিন, মো. নাসির উদ্দীন, ফরিদ উদ্দীন চৌধুরী, আনিস উল আলম জহিরুল হক প্রমুখ। মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন, বোয়ালখালী, মোহরা, চান্দগাঁও, পাঁচলাইশবাসীর সুখে দুঃখের সারথী বাকী জীবন কাটিয়ে দিতে চাই। আমার ব্যক্তিগত আর কোনো চাওয়া পাওয়া নেই।

চট্টগ্রাম ৮ আসনে মানুষের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে চাই। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণ যে কোনো বিনিময়ে বাস্তবায়ন করব। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় যে কর্মযজ্ঞ বাস্তবায়ন সম্পন্ন করেছি। নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা চট্টগ্রাম ৮ আসনের নাগরিকদের জন্য অব্যাহত থাকবে। 

প্যা/ভ/ম